সৌদি আরব উচিৎ করছে না পৃথিবীতে সবচেয়ে চরণ চাটা শাসকদের মধ্যে প্রথম সারির প্রথম হলো সৌদি শাসকরা।এ কথাটা বলতে আমাদের লজ্জা লাগলেও এটাই চরম বাস্তবতা।সৌদি আরবের অপরাধ সীমা অতীক্রমা করেছে।এরা এখন এমন এক পর্যয়ে চলে গেছে যে,কাবার ইমাম নিয়োগ দিতেও হস্তক্ষেপ করছে।আমেরিকার চরণ চাটা গোলামরা মুসলমানদের উন্নতি তো দূরের কথা বরং মুসলমানদের ধ্বংস করতে মুখ্য ভূমিকা পালন করছে।সৌদির প্রায় দুই লক্ষ্য বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আমেরিকান সেনাদের ঘাঁটি অথচ রাসুল সাঃ এর স্পষ্ট হাদিস, ‘ইয়াহুদি খ্রিস্টানদের জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপে ঢুকতে দিও না’।জাজিরাতুল আরব হলো উত্তরে সিরিয়ান মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর।কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান হজ ব্যবস্থাপনা মনিটরিং করছে আমেরিকান সৈন্যরা।জাজিরাতুল আরবের অন্তর্ভুক্ত প্রত্যেকটি রাষ্ট্রনয়ক এখন আমেরিকার খেলার পুতুল।কান ধরতে বললে কান ধরে,বসতে বললে বসে, উঠতে বললে উঠে।এই যখন পরিস্থিতি তখন মুসলমানদের অবস্থা বা অার কতোটুকু-ই ভালো থাকবে তা তো নতুন করে বলার কিছুই নাই।সবি দৃ্শ্যমান। সৌদির দুটি জিনিস খুব প্...