জীর্ণ জীবন


ভাবছি আর ডাইরি লিখবো না।অতীত স্মৃতিকে সাঙ্কেতিক চিহ্নের শিকলে বন্দি করা উচিৎ নয়।এতোদিন পর বুঝলাম স্মৃতির পাতাকে সংরক্ষণ করা আর কষ্ট সংরক্ষণ করা একি কথা।স্মৃতিগুলো মুছতে দেয়া উচিৎ।ডাইরি লিখা সম্ভবত একটা বদ অভ্যাস। ডাইরির কথা গুলো কেমন জানি কষ্ট দেয়।আজকাল আমার সকল কাজের সাথে ডাইরি কেমন আত্মিয়তা গড়ে তুলেছে।অথচ বর্তমানের সাথে স্মৃতির সর্ম্পক তেতু।যে দেশে মানুষের দাম নেই সে দেশে কুকুরের দাম কি করে? যে দেশে মনবতার অভাব সে দেশে প্রাণীদের উপর রহম তো অলিক কল্পনা। “কুকুরীর জন্য ভালোবাসাতো কুকুরের হয়” পথিক মুখের উপর বলেছে।খারাপ বলেনি।অনাহুৎ পশু পাখিদের কষ্ট দেয়া যে পাপ, তা তো মানুষ ভুলেই গেছে।তাই তো মানুষ মানুষকে জবাই করতে কুণ্ঠা বোধ করে না।আমার লিখা পড়ে কেউ হয়তো বলবেন,“মানুষ মরে ছারখার হচ্ছে দেশে দেশে,পশু পাখি দরদী সজতেছো?”
কথা অসত্য নয়।যে পৃথিবীতে মানুষের মূল্য নেই সে পৃথিবীতে কিসের প্রাণীদরদ ?তবে পৃথিবীর সকল ধর্ম বলছে প্রাণীদের উপর অনাহুৎ জুলুম, পাপ।আমি যেহেতু ধর্মের মানুষ তাই আমার কাছেও এটা পাপের শামিল মনে করা বাঞ্চনীয়।
বি ব্লক যে লেইনে আমি থাকতাম সে লেইনের কয়েকটা কুকুর-কুকুরী ছিলো আমার বেশ পরিচিত।পরিচিত হওয়ার কিছু কারণ আছে, সে কথা না হয় নাইবা বললাম।তবে সব গুলোকে আমি ভালো করে চিনি।লেইনের ভেতর ওসব কুকুরের দেখা মিলতো হরহামেশা।
যে কুকুরীটিকে দু‘বছর আগে শিশু দেখে ছিলাম, নবযৌবন তাকে মা হতে সাহস যুগিয়েছে নিশ্চয়।ভরা যৌবনের এই মৌসুমে কোনো কুকুরের সাথে আনন্দময় মুহূর্তকে হয়তো বাচ্চা ফুটিয়ে স্মরণীয় করতে চেয়েছে নবযৌবনা সে কুকুরী।গতকাল তাকে দেখেছিলাম ফুলো পেটে শুয়ে আছে সেই পুরাতন বাংলোর সম্মুখে যা কুকুরে আস্তানা বলে খ্যাত।ছেড়া বস্তার উপর লম্বালম্বি ভাবে গভীর ঘুমে অাছন্ন।
আহ! এমন সময় মানবীদের কতো কদর হয়।কতো আদর যত্ন।অথচ কাল যে গর্ভবতী কুকুরীটিকে ভালো দেখলাম আজ তাকে দেখলাম ভাঙা পা নিয়ে হাঁটতে পারছে না।খুব আস্তে আস্তে ময়লার ঢিবির দিকে যাচ্ছে খাদ্যের খোঁজে।খুব কাতরতা ভরা কণ্ঠে অসহ্য যন্ত্রণা চেপে যাওয়ার চেষ্ট করছে অবিরাম। হয়তো সে আজ খাদ্যের অন্বেষণে এত কষ্ট করে এখানে আসত না কিন্তু সে যে কাল মা হবে।আজ তার সাথে কোনো কুকুর খাদ্য নিয়ে ঝগড়া করছে না।দূর থেকে তাকে এক নজর দেখেই সরে যাচ্ছে।অথচ মানুষ গুলো !!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান

স্বপ্নের বঙ্গবন্ধু স্যাটেলাইট‬