একটি দীর্ঘ নিঃশ্বাস
শুক্রবার। নামায পড়ে বের হচ্ছি।লোক জনের ভিড়াভিড়ি।আমি বরাবরি শেষ কাতারের মুসল্লি।১০ নম্বর লেইন জামে মসজিদে জুমা পড়ি বেশির ভাগ।আগে কেন্দ্রীয় মসজিদে পড়তাম।যেখানেই পড়ি না কেনো দ্বিতীয় তলার শেষ কাতারেই আমার স্থা্ন।সবার শেষে যাই আবার সবার আগে বেরিয়ে আসি।কিন্তু কিছু দিন যাবৎ মসজিদে একটু আগেই চলে যাই।ধরুন অধ ঘণ্টা আগে । বের হতে আর আগের মতো তাড়াহুড় করি না্ এখন।এর মানে এ নয় যে,আমি নতুন ধার্মিক হয়ে ওঠছি।একুশ বর্ষার প্রায় ষোলটি ধর্মের ভেতর কেটেছে।তাই নতুন করে ধার্মিক হ ওয়ার কিছুই নেই।সিঁড়ি দিয়ে নামছি।৫২ কেজি ওজেনের মানুষ,চিকন-চাকন,হেংলা-পাতলা।কেউ আমার সাথে ধাক্কা খাচ্ছে না, আমি সবার সাথে ধাক্কা খাচ্ছি।হঠাৎ উল্ট ব্যাপার,পেছনে কে জানি আমার সাথে এসে ধাক্কা খেলো।বেশ অবাক হযে ঘুরে তাকালম।এই ব্যক্তি কে ??আমার সাথে ধাক্কা খেলো???ভাবলাম আমিও বুঝি আজকাল শহুরে মানুষ হয়ে যাচ্ছি।সুপার কিওয়ারিযিটি।ঘাড় ঘুরাতেই দেখলাম এক ক্ষীণ কায়া ব্যক্তি।বয়স্ক।বেশ তড়িঘড়ি করে সিঁড়ি কেটে নামছে।গায়ে একটা ময়লা পাঞ্জাবী।আমি তাকে ফলো করতে শুরু করলাম।কিছু দূর নামতে মনে পড়লো জুতা ফেলে আসছি ওপরে।আবার জনতার ভিড় ভেদি সিঁড়ি বেয়ে ওঠতে লাগল...