বিনিন্দিত আমেরিকা ও বিশ্ব জুড়ে সন্ত্রাস
গত পর্বের লিখায় আপনাদেরকে আইএস সম্পর্কে মোটামুটি একটা ধারনা দেয়া হয়েছে। আজকের আলোচনার বিষয় হলো আইএস তৈরির কারখানা সম্পর্কে।কোন কারখানায় এই ভযঙ্কর আইএস উৎপাদন হয় তা জানাব আজকের পর্বে।আইএস উৎপাদন কারখানা সম্পর্কে জানার জন্য আপনাদের আন্তর্জাতিক বিষয়ে গবেষণার প্রয়োজন নেই।যদি রেগুলার নিউজ পেপার পড়ার অভ্যাস থাকে তাহলে ব্যাপারটা বোঝা সহজ হবে।আমি কিন্তু আইএস সম্পর্কে আজকে কোনা লিখাই লিখবো না।কারণ গত পর্বের লিখাটি প্রকাশিত হওয়ার পর বেশ কয়েক জন আমাকে হুঁশিয়ার বা সচেতন করেছেন।তাই ভয় পেয়ে আর পণ্য সম্পর্কে নয় ডিরেক্ট পেক্টরি সম্পর্কে লিখবো বলে ঠিক করেছি।আমার ভাই জঙ্গি হয়ে বিবেক বোধ হারিয়ে পেলবে,তা আমার সহ্য হবে না।আমার ভাই জঙ্গি হয়ে বোনকে জবাই করবে,তা আমি সহ্য করতে পারবো না।তাই ভাইয়ের স্বার্থে,বোনের স্বার্থে,মায়ের স্বার্থে আমি লিখে যাবো যতো দিন কলমের কালি না ফুরায়। বন্ধুরা,আপনার নিশ্চয় উপরের শিরনাম দেখে ধারনা করতে পেরেছেন আমি কার কথা বলতে যাচ্ছি।এটি একটি ডাইনীর মতো।ডাইনী ও রাজকুমারের গল্প নিশ্চয় শোনেছেনে।রাজকুমার ডাইনীর সৌন্দর্য দেখে অবিভূত হয়ে তাকে বিয়ে করে।রাজকুমার বাসরঘর ঢুকতেই কি সুন্দ...